উন্নয়ন জনগণের হয়নি, হয়েছে নেতাদের : মির্জা ফখরুল

এ সরকারের আমলে উন্নয়ন জনগণের হয়নি, হয়েছে আওয়ামী লীগের নেতাদের বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সরকার সব জায়গায় ব্যর্থ হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাই পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, করোনার টিকা নিয়ে ২৩ হাজার কোটি টাকার গরমিল। এতে আওয়ামী লীগের নেতাদের উন্নয়ন হয়েছে, এমপি-মন্ত্রীদের পকেট ভারী হয়েছে। জনগণের উন্নয়ন হয়নি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপির ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৬০০ মানুষকে গুম করেছে। প্রশাসনের কোনো জবাবদিহিতা নেই। নিত্যপণ্য জিনিসপত্রের দাম বাড়ছে। বছরে বছরে গ্যাস-বিদ্যুৎ তেলের দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকার একদিকে কৃষিকে ধ্বংস করছে, অন্যদি শিল্পকে ধ্বংস করছে।
আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী ভুঁইয়ার সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, বেনজীর আহাম্মেদ টিটু, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরিফ মায়া প্রমুখ।