বিএনপির যৌথ সভা দুপুরে

চলমান রাজনৈতিক ইস্যু ও দলের করণীয় নিয়ে আলোচনা করতে যৌথ সভা ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার (২০ মে) দুপুর ২টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ যৌথ সভা শুরু হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এখন ব্যাংকক অবস্থান করছেন চিকিৎসার জন্য।
যৌথসভায় উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিব। যৌথসভা শেষে সংবাদ সম্মেলন করা হবে।
জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০ মে মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি নিতে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে।