‘কঠোর লকডাউনের’ মধ্যেও চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার ৭১ শতাংশ

‘কঠোর লকডাউনের’ মধ্যেও চাঁপাইনবাবগঞ্জে কমছে না করোনাসংক্রমণের হার। স্থানীয় প্রশাসন ঘোষিত লকডাউনের শেষ দিকে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ। আজ রোববার আরও ৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মাত্র ৬৩ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়, যা শতকরা হিসেবে প্রায় ৭১ দশমিক ৪২ ভাগ।
এর আগে গতকাল শনিবার শনাক্তের হার ছিল প্রায় ৫৭ শতাংশ এবং গত শুক্রবার ছিল ৩৪ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে, শনিবার রাতে ১৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়, যা শতকরা হিসেবে প্রায় ৫৬ দশমিক ৯১ শতাংশ। অথচ আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩৪ শতাংশ।
এদিকে স্থানীয় প্রশাসনের ঘোষণা করা বিশেষ লকডাউনের কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ সড়ক বন্ধ থাকাসহ জেলার ভেতর যাত্রীবাহী বাস চলাচল ছিল না। প্রধান প্রধান মার্কেট বন্ধ ছিল। তবে, আজ শহরে মানুষের উপস্থিতি ছিল আগের তুলনায় বেশি। শহরে চোখে পড়ার মতো রিকশা ও অটোরিকশা চলাচল করেছে।