করের নামে অতিরিক্ত অর্থ আদায়, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহ সদর উপজেলায় আনোয়ার হোসেন খান নান্নু নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বিরুদ্ধে করের নামে হতদরিদ্রদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। আর অভিযোগটি আমলে নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
আনোয়ার হোসেন খান নান্নু সদর উপজেলার ৯ নম্বর খাগডহর ইউপির চেয়ারম্যান। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যাপক লেখালেখি ও সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে সুবিধাভোগী হতদরিদ্রদের মধ্যে সৃষ্টি হয়েছে অসন্তোষ।
স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক মো. কামাল জানান, সরকার ৩০০ টাকার বিনিময়ে হতদরিদ্রদের ৩০ কেজি চাল দিচ্ছে। আর চেয়ারম্যান চাল দেওয়ার সময় রসিদের মাধ্যমে সুবিধাভোগীদের কাছ থেকে করের নামে ২০০ টাকা আদায় করছেন। এভাবে প্রায় ২০০ জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ কামালের।
যাঁদের কাছে টাকা নেওয়া হয়েছে, তাঁদের একজন ফজিলা বেগম। তাঁর কার্ড নম্বর ১৫৭১ এবং কর দেওয়া রসিদের নম্বরও ১৫৭১। তাঁকে ৩০ কেজি চাল দেওয়ার সময় গত বুধবার এই কর আদায় করা হয়েছে। এভাবে প্রায় ২০০ সুবিধাভোগীর কাছ থেকে করের নামে ২০০ টাকা করে আদায় করা হয়েছে।

অভিযোগ ওঠে, গত বৃহস্পতিবার ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় প্রায় ৪৬০ জন হতদরিদ্রের মধ্যে ১০ টাকা কেজি দরে ৩০০ টাকায় ৩০ কেজি চাল দেওয়ার কথা। কিন্তু সেখানে দুই শতাধিক মানুষের কাছে ৩০০ টাকা চালের দামের পাশাপাশি অতিরিক্ত ২০০ টাকা করে আদায় করেছেন চেয়ারম্যানের কর্মীরা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নান্নুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলার ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলা খাদ্য কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি।’