কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মানিককে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-১২ কুষ্টিয়া ও র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কৃষ্টগঞ্জ এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মানিক কুষ্টিয়ার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। তিনি জানান, চেয়ারম্যান বাচ্চু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি মানিক দীর্ঘদিন পরিচয় গোপন করে মো. রকিব উদ্দিন নামে নতুন পরিচয়ে রাজশাহীতে বসবাস করে আসছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ জুলাই প্রকাশ্যে খুন করা হয় কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চুকে। তাঁর হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হয়। সেখানে মানিকসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।