কুড়িগ্রামে সাপের দংশনে শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের জেলা ম্যাপ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিষাক্ত সাপের দংশনে হৃদয় হোসেন (১১) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হৃদয় কাউয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিনাত আলীর ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল শিশু হৃদয়। এ সময় বিষাক্ত একটি সাপ দংশন করে হৃদয়কে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ হোসেন বলেন, শিশুটিকে বিষাক্ত সাপে কেটেছিল। ফলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।