কেইপিজেড লেকের বাঁধ ভেঙে পাশের গ্রাম প্লাবিত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) লেকের বাঁধ ভেঙে পাশের বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের কয়েকশ বাড়িঘর প্লাবিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে এখন পর্যন্ত বাঁধভাঙা পানির চাপে গ্রামটি প্লাবিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম।
স্থানীয় বাসিন্দা আবুল বাশার ছোটন জানান, প্লাবিত এলাকায় বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষেতের ফসল, মুরগির ফার্ম, মাছের ঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অব্যাহত পানি চাপে নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে।
স্থানীয়রা জানান, পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে কেইপিজেড এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। পানির চাপে এক পর্যায়ে বাঁধের একটি স্থান ভেঙে যায়। এর মধ্যে কয়েকটি এলাকায় ভাঙন সৃষ্টি হয়। পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন এলাকা পরিদর্শন করেছে।

বড়উঠান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম জানান, কেইপিজেড লেকের বাঁধের একটি স্থানে ভাঙনে দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। এতে গ্রামবাসীর ব্যাপক ক্ষতি হয়েছে।
কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) এজিএম মুশফিকুর রহমান বলেন, ‘রাতে কিভাবে লেকের বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হয়েছে তা আমরা জানি না। তবে আমরা খবর নিচ্ছি। কেইপিজেড অবশ্যই দরিদ্র মানুষের পাশে থাকবে।’

বড়উঠান ইউপির নয় নম্বর ওয়ার্ডের সদস্য সাজ্জাদ খাঁন সুমন বলেন, ‘কেইপিজেড লেকের বাঁধ ভেঙে শতাধিক বাড়িঘর পানিতে ডুবে গেছে। পুকুরের মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।’
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা জানান, রাতেই উপজেলা প্রশাসন ভাঙন-কবলিত স্থান পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খাদ্য সহায়তা দেওয়া হবে।’