কোম্পানীগঞ্জে আ.লীগনেতা নুরনবী গুলিবিদ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরনবী চৌধুরী (৬৬) মারাত্মক আহত হয়েছেন। আজ সোমবার সকালে বসুরহাট পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত জানান, সকালে কয়েকজন সন্ত্রাসী মাস্টারপাড়া এলাকায় আগে থেকেই ওত পেতে ছিল। নুরনবী চৌধুরী মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর মাস্টারপাড়া এলাকায় এলে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এ সময় তাঁকে ঘটনাস্থলে পিটিয়ে দুই পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। নূরনবীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এরপর তাঁকে মুমূর্ষু অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদ জানান, আহতাবস্থায় তাঁকে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সড়ক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার সঙ্গে প্রতিপক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সদর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল। এসব ঘটনায় হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় পরস্পরের বিরুদ্ধে থানায় ও সংশ্লিষ্ট আদালতে বেশ কয়েকটি মামলাও হয়। আজকে গুলির ঘটনায় আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নুরনবী চৌধুরী মেয়র কাদের মির্জার প্রতিপক্ষ হিসেবে দলের অবস্থানে রয়েছেন।