খুলনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খুলনায় কেডিঘোষ রোডে বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এই সময় বক্তব্য দেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সেকেন্দার জাফর উল্লা খান সাচ্চু, অধ্যক্ষ তরিকুল ইসলাম প্রমুখ।
এই সময় বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম মঞ্জু সরকারে কাছে বয়স্ক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি জানান।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।