খুলনায় তিন স্থানে মুজিববর্ষের ক্ষণগণনার ঘড়ির উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার জন্য মহানগরীতে তিনটি ঘড়ির উদ্বোধন করা হয়েছে। ছবি : এনটিভি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার জন্য মহানগরীতে তিনটি ঘড়ির উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহীদ হাদিস পার্ক, জোড়াগেট এবং দৌলতপুর সেফ অ্যান্ড সেইফ চত্বরে কেন্দ্রীয়ভাবে এই ঘড়ির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, খুলনা জেলা ও মহানগরীতে মোট ১৯টি ক্ষণগণনার ঘড়ি চালু করা হবে। মহানগরীতে দুটি ঘড়ি পরিচালনা করছে খুলনা সিটি করপোরেশন। এই ক্ষণগণনার ঘড়ির স্থানে মঞ্চ তৈরিসহ উন্নয়নের ডিসপ্লে প্রদর্শন করা হচ্ছে। সাংস্কৃতিক কর্মীরা মঞ্চে গণসংগীতসহ বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করবেন।