খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, কাল ধর্মঘট

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আজ সোমবার বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব নয়টি পাটকলের শ্রমিকরা। আজ সোমবার সকালে নিজ নিজ পাটকলে সমবেত হয়ে পরে বিক্ষেভ মিছিল শুরু করেন তাঁরা।
সকাল ১০টায় এই বিক্ষোভ মিছিলটি খালিশপুর বিএডিসি রোড হয়ে যশোর রোডে নতুন রাস্তা মোড় হয়ে পুনরায় নিজ নিজ মিল গেটে গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিকরা মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধের দাবিতে নানা স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. মুরাদ হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন, হুমায়ন কবি খান, দ্বীন মোহাম্মদ, শেখ মো. ইব্রাহিম প্রমুখ।
পাটকল শ্রমিকদের এই বিশাল মিছিলের কারণে খালিশপুর বিএডিসি সড়কে যানবাহন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।
এদিকে চলমান কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর সকাল থেকে ২৪ ঘণ্টা মিল ধর্মঘট, এবং ১০ নভেম্বর নিজ নিজ মিল গেটে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বলে জানান বিক্ষোভকারীরা।