খুলনা বিভাগে করোনায় দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ১০

খুলনা বিভাগে আজ রোববার সকাল পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধু খুলনা জেলায় দুজনের মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু ছিল একজনের। ফলে বিভাগে মোট মৃত্যু দাঁড়িয়েছে তিন হাজার ১৫৮ জনে। একই সময় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১০ জনের, যা আগের দিন ছিল ১৬ জন। আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য জানান।
স্বাস্থ্য পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় মধ্যে শুধু খুলনা জেলায় করোনায় আজ দুজনের মৃত্যু হয়েছে। আজ ছয় জেলায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। গত ছয় মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সব থেকে শনাক্ত কম, ১০ জন।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ ১২ হাজার ৫৭৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১৫৮ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ সাত হাজার ৮৬৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। মোট মারা গেছে ৮০৩ জন। তারপর কুষ্টিয়ায় ৭৭৫ জন, যশোরে ৫০০ জন, ঝিনাইদহে ২৬৬ জন, নড়াইলে ১২১ জন, মেহেরপুরে ১৮১ জন, চুয়াডাঙ্গায় ১৮৯ জন, বাগেরহাটে ১৪৫ জন, সাতক্ষীরায় ৮৮ জন এবং মাগুরায় ৯০ জন।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে একজনের। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৭ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৮০৩ জন এবং সুস্থ হয়েছে ২৭ হাজার সাতজন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ১৩৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৪৫ জন এবং সুস্থ হয়েছে সাত হাজার আটজন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে দুজনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৮৯৪ জন এবং মারা গেছে ৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ছয় হাজার ৬৯৩ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে পাঁচজনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৬৯০ জন। এ সময় মারা গেছে ৫০০ জন এবং সুস্থ হয়েছে ২১ হাজার ৮১ জন।
নড়াইলে এ সময়ে নতুন করে কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে চার হাজার ৯৮৩ জন। মারা গেছে ১২১ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৮০৭ জন।
মাগুরায় নতুন করে কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ১৫৬ জন। এ সময় মারা গেছে ৯০ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৭৮২ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে দুজনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে নয় হাজার ৫০৮ জন। মারা গেছে ২৬৬ জন এবং সুস্থ হয়েছে আট হাজার ৬৬১ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৬৩০ জনের। মারা গেছে ৭৭৫ জন এবং সুস্থ হয়েছে ১৭ হাজার ৭৫৫ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৮৬৭ জন। মারা গেছে ১৮৯ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ৬৩২ জন।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৭৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৮১ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৪৩৮ জন।