বিদ্যুতায়িত বাবা-ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল চাচার

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর গ্রামে বিদ্যুতায়িত হয়ে মিরাজ ওরফে ঠান্ডু সরদার (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন এক বাবা ও তার পাঁচ বছরের শিশু সন্তান।
গতকাল রোববার (১৮ মে) দুপুরে সদর উপজেলার ঘোষেরচর গ্রামের রানীভাটা নামক একটি পরিত্যক্ত ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ওরফে ঠান্ডু সরদার ওই গ্রামের মৃত মানিক সরদারের ছেলে।
নিহতের ছেলে তরিকুল ইসলাম সরদার জানান, তার চাচাতো ভাই জাহাঙ্গীর সরদার (৩০) স্ত্রী ও শিশু সন্তান হোসেন সরদারকে (৫) নিয়ে গ্রামের পাশের রানীভাটা নামক পরিত্যক্ত ইটভাটায় ধান শুকাতে যান। এ সময় খেলার ছলে হোসেন সরদার ইটভাটার পরিত্যক্ত অফিস কক্ষে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন জাহাঙ্গীর নিজেও। পরে তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে জাহাঙ্গীরের চাচা মিরাজ ওরফে ঠান্ডু সরদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঠান্ডু সরদারকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর ও তার শিশু ছেলে হোসেন চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।