গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কমলা বেগম (৫৫) ও তার ছেলে জামাল হোসেন (৩৩)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে পরিবারের পালিত একটি গরু ছুটে গিয়ে বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। গরুটি ঘরে ঢুকে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে বিদ্যুতায়িত হয়। গরুটিকে বাঁচাতে ছুটে যান জামাল হোসেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে আটকে যান। ছেলেকে বাঁচাতে দৌড়ে আসেন তার মা কমলা বেগম। তিনিও বিদ্যুতায়িত হয়ে সেখানেই প্রাণ হারান। পরিবারের অন্য সদস্যরা দ্রুত মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দুজনকে সরিয়ে আনেন, তবে ততক্ষণে তারা মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।