গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

ফুলপুর থানা। ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম ঠাকুরবাখাই গ্রামে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ইদ্রিস আলী ও তাঁর ছেলে আবদুল মালেক। তাঁরা পশ্চিম ঠাকুরবাখাই গ্রামের বাসিন্দা।
ওসি ইমারত হোসেন জানান, গতকাল বিকেলে ইদ্রিস আলী ও তাঁর ছেলে আবদুল মালেক ঠাকুরবাখাই গ্রামে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে গরুটি জড়িয়ে যায়। এ সময় গরুটিকে বাঁচাতে গেলে আবদুল মালেকও ছেঁড়া তারটিতে জড়িয়ে বিদ্যৎস্পৃষ্ট হন। এরপর ছেলেকে বাঁচাতে গিয়ে ইদ্রিস আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এর পর বাবা-ছেলে দুজনেরই মৃত্যু হয়।