চাঁদপুরে মোটরসাইকেল-রিকশা সংঘর্ষে নিহত ২

চাঁদপুর শহরে বেপরোয়া গতির মোটরসাইকেল ও যাত্রীবাহী রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
গতকাল সোমবার (১৯ মে) দিনগত রাত ১২টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ডিসি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সমুদ্র মাল (২৫) চাঁদপুর সদরের বাবুরহাট এলাকার মনির মালের ছেলে। অপর নিহত রিকশা চালকের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্র ও রাকিব নামের দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে বেপরোয়া গতিতে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ডিসি অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তারা বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী রিকশাকে সজোরে ধাক্কা দেন। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল ও রিকশা দুটোই দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলটি প্রায় ৩০ হাত দূরে ছিটকে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীকেও আঘাত করে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত অপর ব্যক্তির চিকিৎসা চলমান রয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বেলায়েত হোসাইন জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় মোট চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে দুজনকে আমরা মৃত অবস্থায় পাই। তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।