গাজীপুরে কারারক্ষীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

গাজীপুরের কাশিমপুর কারাগারে নবীন কারারক্ষী ও নারী কারারক্ষীদের ৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহম্পতিবার সকালে কাশিমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে এ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কারা মহাপরিদর্শক মোহিনুর রহমান মামুন।
এর আগে প্রধান অতিথি খোলা জিপে করে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। ছয় মাস মেয়াদের বুনিয়াদি প্রশিক্ষণে ৩১৮ জন কারারক্ষী ও নারী কারারক্ষী অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা দক্ষতার জন্য চারজনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, কাশিমপুর কারাগারের বিভিন্ন ইউনিটের জেল সুপার, জেলারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে কারাগারে ও কারারক্ষীদের উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে বলেন, ‘বন্দি পুনর্বাসনের জন্য ৩৯টি ট্রেডে ৫০ হাজার বন্দিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের খাবারের মান বাড়ানো হয়েছে। এ ছাড়া কারা কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র ও কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’