গাজীপুরে পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সহকর্মীকে আটকে রেখে এক পোশাকশ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর গতকাল রোববার উপজেলার রতনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রতনপুর গ্রামের নাইম হোসেন (২৬) ও একই গ্রামের আনোয়ার হোসেন (২৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন বিকেলে ওই নারী তাঁর এক সহকর্মীকে নিয়ে রতনপুর রেল স্টেশন এলাকায় বেড়াতে যান। সেখান থেকে অভিযুক্তরা সহকর্মীসহ ওই নারী শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে গজারি বনের ভেতর নিয়ে যান। পরে তাঁকে একটি বাড়িতে নিয়ে সহকর্মীকে আটকে রেখে ওই নারী শ্রমিককে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে।
বিষয়টি ওই নারীর পরিবারকে জানালে লোকজন তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। কালিয়াকৈর থানায় ওই নারী শ্রমিক বাদী হয়ে মামলার পর গতকাল রোববার পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
মামলার তদন্তকারী কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব রহমান জানান, ওই নারী শ্রমিকের মামলার জের ধরে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্ত নাহিদকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।