কিশোরীকে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে (১৩) ৩৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে মোফাজ্জল হোসেন ওরফে শাকিল (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২১ মার্চ) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার মোফাজ্জল হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চরকৃষ্ণপুর এলাকায়। বর্তমানে আশুলিয়ার জামগড়া বটতলায় ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার জামগড়ার ভাড়াবাসা থেকে প্রয়োজনীয় কাজে বাইরে গেলে ওই কিশোরীকে অপহরণ করা হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ৩৪ দিন পর গত ১৮ মার্চ রাত ৮টার দিকে জামগড়া বটতলা বাড়ির একটি কক্ষে অভিযুক্ত মোফাজ্জলের সঙ্গে ওই কিশোরীকে দেখতে পায় তার বোন। এসময় কিশোরীর বোনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত।
ভুক্তভোগী কিশোরী জানায়, তাকে কৌশলে অপহরণ করে একটি বাসায় নিয়ে আটক রাখে মোফাজ্জল। পরবর্তীতে বিভিন্ন দিন-তারিখ-সময়ে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, উদ্ধারের পর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত মোফাজ্জল হোসেন শাকিলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।