‘গুলির শব্দে অজ্ঞান’ অসুস্থ পুলিশ কর্মকর্তা

বরিশালে নিজের পিস্তলের গুলির শব্দে অজ্ঞান হয়েছেন কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা (৫০)। গতকাল শনিবার রাতে ঘটেছে এ ঘটনা। পরে তাঁকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা।
সেলিম রেজা নগরীর কালিবাড়ি রোডের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শারমিন সুলতানা রাখি।
রাখি জানান, সেলিম রেজা কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে শনিবার রাতে দায়িত্বপালনে যাচ্ছিলেন। এ সময় তিনি সিঁড়িতে অসুস্থ হয়ে পড়ে যান। পড়ে যাওয়ার কারণে লোড করা পিস্তলের একটি গুলি বের হয়ে যায়। সে শব্দ শুনে সেলিম অজ্ঞান হয়ে যান।’
রাখি জানান, ‘পরে সহকর্মীরা সেলিমকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করেন।’
শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল আহসান বলেন, ‘সেলিমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্যাথলজি রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।’