গোপালগঞ্জে বাওড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত বর্ণি বাওড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দারের উদ্যোগে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
নৌকাবাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, খুলনা, নড়াইলের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ১৫টি সরেঙ্গা, ছিপ, কোষা, বাচারী নৌকা অংশ নেয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রতিযোগিতা দেখতে বিকেল থেকেই পায়ে হেঁটে এবং নৌকায় করে বর্ণি বাওড়ের দুই পাড়ে জড়ো হতে থাকে হাজারো দর্শনার্থী।
প্রতিযোগিতার পর দুই গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে ফ্রিজ, টিভি ও মনিটর তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান ও বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার।