চট্টগ্রামে পিকআপের ধাক্কায় আহত ইউপি সদস্যের মৃত্যু
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মালবাহী পিকআপের ধাক্কায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই ইউপি সদস্যের নাম মো. ইসমাঈল হোসেন (৪৭) প্রকাশ বাবু। তিনি ওই এলাকার মলিয়াকুল মুন্সীবাড়ির মৃত আহমুদুর রহমানের ছেলে এবং উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য।
গতকাল রোববার চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট জামিজুরী রাস্তার মাথা এলাকায় মোটরসাইকেলের ফুয়েল নিতে ফিলিং স্টেশনে যাওয়ার আগ মুহূর্তে একটি মালবাহী পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। পরে ওই পিকআপ দ্রুত গতিতে পালানোর সময় তাকে চাপা দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ইসমাঈল হোসেন জসিম নামে আরেকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফুয়েল নিতে জামিজুরী রাস্তার মাথা এলাকায় ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলের গতি কমিয়ে ফিলিং স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে পেছন থেকে একটি মালবাহী পিকআপ তাঁদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুজনই মহাসড়কে ছিটকে পড়েন। অপরজন সড়ক থেকে গড়িয়ে একপাশে চলে গেলেও ইসমাঈল মেম্বার সড়কের উপর পড়ে থাকেন। তখন মালবাহী পিকআপটি দ্রুতগতিতে চলে যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে ইসমাঈল মেম্বারকে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করায়। রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। আজ বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’