চলে গেলেন ময়মনসিংহ আ. লীগের প্রবীণ নেতা রিয়াজুল

ময়মনসিংহ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও শিক্ষাবিদ অধ্যক্ষ রিয়াজুল ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গতকাল সোমবার রাত ১২টা ৫ মিনিটে ঢাকার হাইটেক মাল্টিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।
রিয়াজুল ইসলাম ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য। তিনি ছিলেন ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ।
আজ বেলা ১১টার দিকে আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হয় ময়মনসিংহ প্রেসক্লাবে। তাঁর জানাজায় অংশগ্রহণের পর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।
তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহে পরিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর ছেলে তানভীর আহমদ সিদ্দিক মরহুমের রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।