বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব আমার নেই : নিরাপত্তা উপদেষ্টা

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বুধবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো নাগরিকত্ব নেই।
আজ বুধবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নাগরিকত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়।
সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো নাগরিকত্ব নেই। আমি আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানকার পাসপোর্ট আমার নেই।
নিরাপত্তা উপদেষ্টা বলেন, বিদেশে থাকলেই যদি নাগরিকত্ব হয়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। তাই এ ধরনের ভিত্তিহীন কথা বলা ঠিক নয়।