চাঁদপুরে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চাঁদপুর নারায়ণ ঘোষ (৬২) নামের এক ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের বিপনীবাগ বাজারের পাবলিক টয়লেটের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।
নিহত নারায়ণ ঘোষ একজন মাঠা ব্যবসায়ী। তিনি চাঁদপুর শহরের ঘোষপাড়া এলাকার মৃত যোগল কৃষ্ণ ঘোষের ছেলে।
পুলিশ সূত্র জানান, ধারালো কোনো বস্তু দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। জেলা পুলিশ, পিবিআই, ডিবির তদন্তকারী দল তথ্য উদঘাটনে কাজ করছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুদীপ্ত রায় জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।