চুরি করে পালানোর সময় দুই মোটরসাইকেলসহ আটক ১

গাজীপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক চোরচক্রের সদস্য আরাফাত। ছবি : এনটিভি
গাজীপুর থেকে চুরি করে পালানোর সময় দুই মোটরসাইকেলসহ চোরচক্রের একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তির নাম আরাফাত (১৮)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদি থানা এলাকার বাসিন্দা।
ওসি রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল চোরচক্রের চারজন সদস্য গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পুলিশ তাদের সিগন্যাল দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক এবং দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত মোটরসাইকেলের মধ্যে একটি গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে চুরি করে তারা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।