নিষিদ্ধ ছাত্রলীগনেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

নাটোর সদর থানা। ফাইল ছবি
নাটোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গতকাল শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে নাটোর সদর উপজেলার আমীরগঞ্জ বাজার এলাকায় তাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
আব্দুল্লাহ আল মামুন সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।