চুয়াডাঙ্গায় ভারতফেরত নারীসহ করোনায় দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতফেরত এক নারী ও দুপুর সোয়া ১টার দিকে স্থানীয় অপর নারী জেলার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান।
ভারতফেরত মৃত ওই নারীর নাম রোকেয়া বেগম। তাঁর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর এলাকায়। অপর নারীর নাম জানা যায়নি।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৮ মে ভারত থেকে ফেরেন চট্টগ্রামের ওই নারী। তিনি করোনা পজিটিভ নিয়েই সীমান্ত পার হয়েছিলেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে রোকেয়া বেগম এবং বেলা সোয়া ১টার দিকে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপর এক নারী।
ডা. আব্দুল কাদের আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬ জনের নমুনা পরীক্ষা করে দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৯০৭ জনের এবং মারা গেছেন ৬১ জন।