চুয়াডাঙ্গা সীমান্তে দালালসহ ভারতফেরত আটজন আটক

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসায় চুয়াডাঙ্গার জীবননগর থেকে দুই দালালসহ মোট আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার দুপুরে ভারত সীমান্তবর্তী হাসাদাহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মহেশপুর ৫৮ বিজিবি সহকারি পরিচালক নজরুল ইসলাম খান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকালে নিয়মিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে নারী, পুরুষ শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করা হয়। যাদের সবাই ভারত থেকে অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকেছে। একইসঙ্গে সীমান্ত পারাপারের সহায়তাকারী দুই দালালকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা থানার দামুদা গ্রামের মো. মিঠু শেখ (৩৯), তাঁর স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের মো. আব্দুল হালিম (৪০), রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার নতুনপাড়া গ্রামের রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের মিলন হোসেন (৩৩) এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩০) ও পীরগাছ গ্রামের মো. সেলিম (৩৩)।
আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।