জামালপুরে বন্যার পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/07/01/drowning.jpg)
জামালপুরের ইসলামপুরে বন্যার পানিতে ডুবে আল আমিন (৮) ও আলফিনা (৬) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাথর্শী ইউনিয়নের হারিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই দুই সহোদর ভাইবোন একই গ্রামের আনোয়ার হোসেনের সন্তান।
পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার বাবুল জানান, আজ বুধবার সকালে তাদের মামাতো ভাই বেলাল হোসেনের সঙ্গে বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যায় ওই দুই শিশু। দুপুরে মাছ ধরার এক পর্যায়ে বন্যার পানির স্রোতে নিখোঁজ হয় আল আমিন ও আলফিনা। পরে স্থানীয়রা শিশু দুটিকে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাদেরকে খুঁজে না পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বিকেলে মরদেহ দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. খায়রুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছুটা দুরে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়।