জামালপুরে মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/09/14/jamalpur-studebt.jpg)
জামালপুরের ইসলামপুরে এক নারী মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত রোববার ভোরে ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হয়।
গতকাল সোমবার বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ ঘটনায় দুই শিক্ষক ও দুই শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশারফ বীর উত্তম সেতুর পূর্বপাড়ে সভূকুড়া বাংলাবাজার এলাকায় দারুত তাকওয়া মহিলা কওমি মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ তিন শিক্ষার্থী হলো উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়ার মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভূকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০) ও মোল্লাপাড়ার মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১)। ওই মাদ্রাসায় ৭৫ জন শিক্ষার্থীকে আটজন শিক্ষক পাঠদান করান। মাদ্রাসার মোহতামিম আসাদুজ্জামান পরিবার নিয়ে মাদ্রাসার ভেতরেই একটি কক্ষে বসবাস করেন। মাদ্রাসাটি ২০২০ সাল থেকে পরিচালনা করে আসছেন তিনি। ঘটনার দিন ভোররাতে শিক্ষার্থীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগানো হয়। অন্যান্য ছাত্রীর মতোই দ্বিতীয় শ্রেণির ওই তিন ছাত্রীও নামাজের প্রস্তুতি নেয়। নামাজের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জামালপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া (ইসলামপুর সার্কেল) জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মাদ্রাসার সব শিক্ষার্থীকে রাতেই তাদের অভিভাবকদের হাতে তুলে দিয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মুহতামিম মাওলানা আসাদুজ্জামানসহ চারজনকে থানায় আনা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করতে চেষ্টা চলছে।