ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলায় আলাপ শেখ (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। উপজেলার হরিশংকরপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো একজন। এর পরই গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
নিহত আলাপ শেখ হরিশংকরপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিকে ঝিনাইদহ ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নূর ইসলামসহ আরো কয়েকজন গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের এক সদস্যের বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে স্থানীয় হরিশংরপুর বাজারে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে আলাপ শেখ ও নূর ইসলামকে গুরুতর জখম করা হয়। পরে তাঁদের দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলাপ শেখকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে গ্রামটিতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ঘরবাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান জানান, প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যেও গ্রামটিতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘরবাড়িতে হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।