টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/07/16/tangail-2-16.jpg)
বাসচাপায় দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যুর পর সড়ক অবরোধ করে উৎসুক মানুষের ভিড়। ছবি : এনটিভি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫), তাঁর ছেলে সুমন (১০) ও মেয়ে সাদিয়া (৮)।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, নিহত ওই তিন পথচারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশু সাদিয়া নিহত হয়। আহত অবস্থায় মা পারভীন বেগম ও ছেলে সুমনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।