তাল কাটাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য নিহত

বাগেরহাট সদর উপজেলায় তাল কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ফজলু তরফদার (৬০) নামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। উপজেলার ডেমা গ্রামে গতকাল রোববার বিকেলে এ সংঘর্ষ ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ডেমা গ্রামে গতকাল বিকেলে ফজলু তরফদার তাঁর নিজের গাছের তাল কাটার সময় প্রতিবেশী দুলু গাজী বাধা দেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিট শুরু হয়। এ সময় ফজলু তরফদারের দা’য়ের কোপে দুলু গাজী আহত হন। তৎক্ষণাত দুলু গাজীর লোকজন এসে ফজলু তরফদারকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে রেখে চলে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুলু গাজীর অবস্থাও আশঙ্কাজনক বলে তার পরিবারের লোকজন জানিয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহামুদ জানান, বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে তাল কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ফজলু তরফদার নিহত হন। এ সময় দুলু গাজী আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফজলু তরফদারের লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
লাশ পুলিশ হেফাজতে নিয়ে সেখানে ময়নাতদন্ত হবে বলেও জানান এএসপি।