তৃতীয় দিনে খুলনায় পাটকল শ্রমিকদের অনশন, শীতে অসুস্থ অনেকে

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে খুলনায় তৃতীয় দিনের মতো চলছে আমরণ অনশন কর্মসূচি। শ্রমিকরা বাক্সপেটরা, শীতবস্ত্র নিয়ে বিএডি রোডে শামিয়ানার নিচে অবস্থান করছে।
প্রচণ্ড শীতে অনেকে অসুস্থ হয়ে পড়ছে বলে জানান প্লাটিনাম জুবিলি জুট মিলসের সিবিএ সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
গতকাল সোমবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে পাটকল শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান।
মিনা বলেন, ‘আমরণ অনশনে সাত্তার-সোহরাবের আত্মদান বৃথা যেতে পারে না। পে কমিশন দেওয়ার পর পরই মজুরি কমিশন দেওয়ার কথা। চার বছর ধরে সরকার বারবার বাস্তবায়নের কথা বলে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে।’
পরে ওয়ার্কার্স পার্টির পক্ষে আমরণ অনশনস্থলে গণসংগীত পরিবেশনা করা হয়। গভীর রাত পযর্ন্ত এই গণসংগীত শ্রমিকদের উজ্জীবিত করে রাখে।
প্রচণ্ড শীতে অনশনে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে জানান প্লাটিনাম জুবিলী জুট মিলস সিবিএর সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। অনশনে কর্তব্যরত মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে বলে জানান সিবিএ-নেতা হুমায়ুন কবীর।