ত্রিশালে দাঁড়ানো ট্রাকে বাসের ধাক্কা, দুইজন নিহত

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের নওধার সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন বাসের চালক জুয়েল মিয়া (২৩) ট্রাকমিস্ত্রি হেমেন্দ্র সুত্রধর (৫৮)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ খবর নিশ্চিত করে জানান, ত্রিশালের নওধার সংযোগ সড়ক এলাকায় রাস্তার পাশে বিকল একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী ইমাম পরিবহণের একটি বাস ট্রাকটিকে পেছনে ধাক্কা দেয়। এর ফলে বাস ও ট্রাক উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের চালক ও ট্রাকমিস্ত্রি নিহত হন। খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
পরে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি মাঈন আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।