দাঁড়িয়ে থাকা ট্রাককে পিকআপের ধাক্কা, দুই যাত্রী নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে পিকআপভ্যান ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো দুই যাত্রী।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপভ্যান। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই ব্যক্তি নিহত ও অপর দুজন আহত হন।
ওসি আরো জানান, পিকআপভ্যানটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। সড়কের পাশে ট্রাক রেখে চালক ও হেলপার পাশের হোটেলে নাশতা করছিলেন। এ ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে গেছে।