দাঁড়িয়ে প্রস্রাব করায় চা বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা

হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে প্রস্রাব করার অপরাধে এক চা বিক্রেতাকে ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আছকির মিয়া (২৮) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই চায়ের দোকান করেন। তিনি সদর উপজেলার এড়ালিয়া গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডল এ জরিমানার আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চা বিক্রেতা আছকির মিয়া দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। এ বিষয়টি জেলা প্রশাসনের একজন কর্মকর্তা দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডলকে অবগত করেন।
তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে আছকির মিয়াকে ২০০ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এভাবে প্রস্রাব না করার নির্দেশ দেন।