দিনাজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

কোতয়ালি থানা, দিনাজপুর। ছবি : এনটিভি
দিনাজপুর সদর উপজেলার ইসলামিক কমিউনিটি হাসপাতালের পাশের একটি বাড়ি থেকে আরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ।
কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাজু বলেন, ‘স্থানীয়রা আরিফার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ওই নারীর স্বামী বেলাল হোসেন পলাতক রয়েছে। আরিফ নামে তাদের এক সন্তান রয়েছে।’
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মওলা বকস বলেন, ‘আরিফা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’