বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রবাসী নারী

প্রিয় মানুষ আর ভালোবাসার টানে সৌদি আরবের প্রবাস জীবন ফেলে ফরিদপুর থেকে দিনাজপুরের বীরগঞ্জের শুভ রায় (২৫) নামের এক যুবকের বাড়িতে গত তিন দিন থেকে অনশন করছেন দুই সন্তানের মা।
বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের পালান গায়ের নহেন রায়ের ছেলে শুভর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
সরজমিনে শুক্রবার (১১ এপ্রিল) গিয়ে দেখা যায়, ওই প্রেমিকা অবস্থান নেওয়ার পর থেকেই শুভ পলাতক রয়েছেন। তবে প্রেমিকা তার অবস্থান পাল্টাননি।
দুই সন্তানের মা ওই প্রেমিকা জানান, দীর্ঘ তিন বছরের সম্পর্ক তাদের, দাবি না মানলে প্রেমিকের বাড়িতেই আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। তিনি আরও জানান, গত তিন বছর আগে দুই সন্তানকে রেখে কর্মজীবনে প্রবাসে যাওয়ার আগে থেকেই শুভর সাথে সোশ্যাল মিডিয়ায় তার পরিচয়। এরপর থেকে মোবাইল ফোনে তাদের কথা হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সম্প্রতি শুভর সাথে অন্য এক নারীর বিয়ের কথা ঠিকঠাক এবং সে উপলক্ষে বাড়িতে চেয়ার টেবিল ও আত্মীয়-স্বজনের উপস্থিতির তথ্য জানার পর তিনি সৌদি আরব থেকে এসে প্রেমিক শুভর বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।
এ বিষয়ে শুভর পরিবারের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি। ওই প্রেমিকা প্রেমিকের বাড়িতে আসার পর থেকেই শুভ পলাতক।
এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর গফুর জানান, এ ঘটনায় কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।