দিনাজপুরে মায়ের কোল থেকে নিয়ে শিশু হত্যা
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আড়াই মাস বয়স্ক ওই শিশুটির নাম সুমাইয়া। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার নাফানগর ইউনিয়নের ডহরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সুমাইয়ার বাবাসহ দাদা-দাদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মৃত শিশুটির আত্মীয়রা গণমাধ্যমকে জানান, মো. সোহেল রানার (৪০) স্ত্রী মোছা. মাশতারা বেগম (১৮) প্রতিদিনের মতো নিজকক্ষে শিশু সুমাইয়াকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পরে রাত ১০টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি মাশতারার ঘরে এসে তাকে অজ্ঞান করে সুমাইয়াকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা মাশতারার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখতে পায় সে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে।
এ সময় প্রতিবেশীরা মায়ের বিছানায় শিশুটিকে না পেয়ে রাতেই বিভিন্ন জায়গা খুঁজতে থাকে। পরে আজ সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে দাদি রিনা বেগম।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। এ সময় শিশুর বাবা সোহেল রানা, দাদা মো. জামান ও দাদি রিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
সুমাইয়ার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
নাফানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহনেওয়াজ পারভেজ সাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অপারাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’