বালিশচাপায় শিশুসন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

খাগড়াছড়িতে তিন বছরের ছেলেকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাত ১টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ
অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিন বানী (২৮) ছেলেকে হত্যার পর নিজেই বাড়িওয়ালাকে বিষয়টি জানান। তাদের গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুরে। স্বামী মোস্তাফিজুর রহমান খাগড়াছড়িতে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহত শিশুর চাচা মো. মফিজুর রহমান জানান, মানসিক অসুস্থতায় ভুগছিলেন সাবিনা ইয়াসমিন। প্রথম সন্তান জন্মের পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।