দেশে এখন দুর্ভিক্ষ চলছে : আফরোজা আব্বাস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/12/kishoganj-mosq-pic.jpg)
দেশে এখন ১৯৭৪-১৯৭৫ সালের মতো দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আফরোজা আব্বাস বলেন, এখন আমরা এক দিনের খাবার দুই দিনে খাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ মোটেও ভালো নেই। সরকারি দলের সীমাহীন লুটপাটের ফলে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সব কিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
সাধারণ মানুষ এখন সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমসিম খাচ্ছে উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল।
জাতীয়তাবাদী মহিলা দল কিশোরগঞ্জ শাখার সভাপতি লায়লা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
মহিলা দলের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতার সঞ্চালনায় সমাবেশে জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।