ধর্ষণের মামলা করায় স্কুলছাত্রীর বাবাকে হুমকি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাদীকে লাগাতার হুমকি দিচ্ছে আসামির স্বজনরা। মামলা তুলে না নিলে তাদের জানমালের আরো ক্ষতি করা হবে বলে অভিযোগ মামলার বাদীর।
পুলিশ বলছে, অভিযোগ পেলে হুমকির ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী আজ দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, তাঁর ছেলে (৯)দেওখলা বাজারে আবদুস সাত্তারের (৫০) বিসমিল্লাহ ডেকোরেটরে শ্রমিকের কাজ করত। সে সুবাদে আসামি তাঁর বাড়িতে যাতায়াত করতেন। তার মেয়ে সাত্তারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দিয়ে স্কুলে যাতায়াত করত। মাঝে মধ্যেই তার মেয়েকে উত্ত্যক্ত করত আসামি আবদুস সাত্তার। গত ৫ জুলাই ঘটনার দিন সকাল ৯টায় তাঁর মেয়ে দেওখলা বাজারে খাতা পেনসিল কিনতে যায়। আসামি তার সঙ্গে কথা বলার ছলে দোকানের ভেতরে নিয়ে শাটার ফেলে দোকান বন্ধ করে দেয়। পরে তাঁর মেয়েকে দোকানের পেছনের চৌকিতে নিয়ে ধর্ষণ করে।
এ সময় ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করে এবং কাউকে বলে দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় আবদুস সাত্তার। পরে ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারে জানালে তার বাবা ২৬ জুলাই রাতে আবদুস সাত্তারকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ আবদুস সাত্তারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এরপর বাদী দেওখলা বাজারে গেলেই আবদুস সাত্তারের ভাই হাকিম ও মেয়ের জামাতা বাদীকে মামলা তুলে নিতে লাগাতার হুমকি দিয়ে চলেছেন। মামলার বাদী স্কুলছাত্রীর বাবা এই অভিযোগ করেছেন।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘মামলা দায়েরের পরেই আমরা আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি। হুমকির বিষয়ে বাদী অভিযোগ দিলে আমরা হুমকিদাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেব।’