ধামরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামুন হোসেন নামের (২২) এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে আজ শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামুন হোসেন ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার বাসিন্দা।
পুলিশ বলছে, এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন চন্দ্রাইল এলাকার বখাটে ছেলে মামুন হোসেন। পরে ওই স্কুলছাত্রীর পরিবার থেকে মামুন হোসেনকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। কিন্তু মামুন বিয়ে করতে অস্বীকৃতি জানালে রাতে ওই স্কুলছাত্রী ধামরাই থানায় উপস্থিত হয়ে তাঁকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে পুলিশ আজ সকালে ঢুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে।
এরই মধ্যে ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
মামুনকে আজ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।