নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/25/bnp-nazrul.jpg)
নজরুল ইসলাম মঞ্জু। ফাইল ছবি : সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নজরুল ইসলাম মঞ্জুকে।
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মঞ্জুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়ে খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।