নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড কোর্টের সামনে বিক্ষোভ সমাবেশ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান সুমন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ অন্যরা।
বক্তারা বলেন, খালেদা জিয়া মৃত্যুশয্যায় রয়েছেন। সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার যদি কিছু হয়, তার দায়ভার নিতে হবে সরকারকে।
সমাবেশ চলাকালে পুলিশ এসে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যানার জব্দ করে সমাবেশ পণ্ড করে দেয় পুলিশ।