নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে এক পরিবারের ৪ জন দগ্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছে। উপজেলার ফতুল্লা পোস্ট অফিস রোডে আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এরই মধ্যে দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলম হোসেন জানিয়েছেন, পোস্ট অফিস রোডে টিনশেডের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে। বাড়ির পেছনে গ্যাস রাইজারে লিকেজ ছিল। ভোরে কোনো কারণে গ্যাসে আগুনের স্পর্শ এলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে।
আলম হোসেন আরও জানান, খবর পেয়ে ফতুল্লা স্টেশনের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এসময় ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় বাড়ির ভাড়াটে রিকশাচালক আনোয়ার হোসেন, তাঁর স্ত্রী হোসিয়ারি শ্রমিক রোজিনা বেগম, দুই শিশু পুত্র রোহান এবং রোমান আগুনে দগ্ধ হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠায়।
এদিকে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বলেছেন, ‘আনোয়ারের শরীরে ১৭ শতাংশ, রোজিনার ১৪ শতাংশ এবং রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিন জনকে ভর্তি রাখা হয়েছে। এক শিশু প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’