নারায়ণগঞ্জে ট্রাক-কারের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুরিন্দা এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ইনসেটে পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ জুয়েল। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুরিন্দা এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শফিউল্লাহ জুয়েল নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ জুয়েল (৪০) আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার বাসিন্দা। তিনি তুরাগ থানার তদন্ত কর্মকর্তা ছিলেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, গতকাল মধ্যরাতে ঘন কুয়াশার সময় মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে শফিউল্লাহ গুরুতর আহত হন। তাকে রূপগঞ্জ ইউএস বাংলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।