নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে মোহাম্মদ মামুন নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার রাতে সদর উপজেলার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার ভাড়াটিয়া। তিনি একটি বেসরকারি কোম্পানির সেলস ম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহত নুর নবী টাগারপাড় হক বাজার এলাকার মান্নান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিকেলে ইসদাইর বুড়ির দোকান এলাকায় একটি চায়ের দোকানে জুয়েল ও পাপ্পু নামে দুজনের সাথে বাকবিতণ্ডা হয়। এর জেড়ে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সেখানে ছুরিকাঘাতে মামুন মারা যায়। আহত হয় নুর নবী নামে আরেক যুবক।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত নুর নবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।